Which country was the first to introduce old age pension?

A Italy

B Sweden

C Germany

D Greece

Solution

Correct Answer: Option C

প্রথমবারের মতো ব্যবস্থাপত্রিকভাবে রাষ্ট্রীয় বয়সভিত্তিক পেনশন চালু করার ইতিহাস জার্মানির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

- ১৮৮৯ সালে জার্মান চ্যান্সেলর অটো ভন বিসমার্ক বিশ্বে প্রথমবারের মতো একটি আধুনিক এবং সংগঠিত old age pension ব্যবস্থা প্রবর্তন করেন।
- এই পেনশন ব্যবস্থা ছিল একটি অংশেরূপে সামাজিক বীমার (social insurance) যে ধারণাটি ছিল, যেখানে বয়স্ক নাগরিকদের আর্থিক নিরাপত্তা প্রদান করা হতো।
- অন্য অনেক দেশ পরবর্তীতে এই জার্মান মডেল অবলম্বন করে তাদের নিজস্ব পেনশন ব্যবস্থা গড়ে তোলে, কিন্তু প্রথম যে দেশটি রাষ্ট্রীয় পদ্ধতিতে বয়স্কদের জন্য পেনশন সংক্রান্ত আইন করে তা হলো জার্মানি।
- ইতালি, সুইডেন বা গ্রিসের তুলনায় জার্মানির এই পদক্ষেপ ছিল যুগান্তকারী এবং আধুনিক সমাজকল্যাণ নীতির সূচনা।

অতএব, প্রথম রাষ্ট্রীয় বয়স্ক ভাতা (old age pension) কার্যকর করা দেশের নাম জার্মানি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions