উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?
Solution
Correct Answer: Option D
⇒ উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে অভিস্রবণ (Osmosis) প্রক্রিয়ায়।
- অভিস্রবণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আধাপারগম্য ঝিল্লির মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে পানি স্থানান্তরিত হয়।
- উদ্ভিদের মূলরোম মাটির পানিকে এই প্রক্রিয়ায় শোষণ করে কোষের ভিতরে নেয়, ফলে উদ্ভিদ প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ সংগ্রহ করতে পারে।