'নেমেসিস' নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে?

A দ্বিতীয় বিশ্বযুদ্ধ

B পঞ্চাশের মন্বন্তর

C বায়ান্নর ভাষা আন্দোলন

D একাত্তরে মুক্তিযুদ্ধ

Solution

Correct Answer: Option A

'নেমেসিস' নুরুল মােমেন রচিত শ্রেষ্ঠ নাটক। ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মােমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং 'শনিবারের চিঠি' পত্রিকায় তা প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।

তার রচিত নাটক:
-নেমেসিস (১৯৪৮),
-যদি এমন হতাে (১৯৬০),
-যেমন ইচ্ছা তেমন (১৯৭০),
-নয়া খান্দান (১৯৬২),
-আলােছায়া (১৯৬২),
-শতকরা আশি (১৯৬৭),
-আইনের অন্তরালে (১৯৬৭) ইত্যাদি। 

রম্যগ্রন্থ:
-বহুরূপ (১৩৬৫),
-হিংটিং ছট (প্রথম ও দ্বিতীয় খণ্ড ১৯৭০),
-নরসুন্দর (১৯৬১) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions