'সর্বনাশ' বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন?
A মগের মুল্লুক
B পুকুর চুরি
C বালির বাঁধ
D ভরাডুবি
Solution
Correct Answer: Option D
সর্বনাশ বোঝাতে 'ভরাডুবি' বাগধারাটি ব্যবহ্নত হয়। অন্যদিকে অরাজক দেশ বোঝাতে 'মগের মুল্লূক' বড় রকমের চুরি বোঝাতে 'পুকুর চুরি' এবং অস্থায়ী বস্তু বোঝাতে 'বালির বাঁধ' বাগধারাগুলো ব্যবহ্নত হয়।