শিশু দিবস শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে। শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল সাল ১৯২০ সালের ২৩ এপ্রিল।
- বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর-এ উদ্যাপন করা হয়,
- আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদ্যাপন করা হয়।
- বাংলাদেশে শিশু দিবস পালন করা ১৭ মার্চ।
বঙ্গবন্ধুর স্মরণে রাষ্ট্রীয় দিবসসমূহঃ
» ১ মার্চ : জাতীয় বীমা দিবস : ১ মার্চ ১৯৬০ একটি বীমা কোম্পানিতে যোগদান করেন।
» ৭ মার্চ : ঐতিহাসিক দিবস : ৭ মার্চ ১৯৭১ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেন।
» ১৭ মার্চ : জাতীয় শিশু দিবস : ১৭ মার্চ ১৯২০ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
» ৩ এপ্রিল : জাতীয় চলচ্চিত্র দিবস : ৩ এপ্রিল ১৯৫৭ চলচ্চিত্র আইন পাশ করান ।
» ৪ জুন : জাতীয় চা দিবস : ৪ জুন ১৯৫৭ বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডে যোগ দেন।
» ৯ আগস্ট : জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস : ৯ আগস্ট ১৯৭৫ রাষ্ট্রীয় মালিকানায় জ্বালানি কার্যক্রম উদ্বোধন করেন।
» ১৫ আগস্ট : জাতীয় শোক দিবস : ১৫ আগস্ট ১৯৭৫ বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন।