Current member of Asia-Pacific Economic Cooperation is -

A 19

B 20

C 21

D 23

Solution

Correct Answer: Option C

- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হল (APEC- Asia Pacific Economic Co-operation). 
- এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে।
- এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
- এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি।
- APEC এর 21 সদস্য অর্থনীতির দেশ হল অস্ট্রেলিয়া; ব্রুনাই দারুসসালাম; কানাডা; চিলি; গণপ্রজাতন্ত্রী চীন সরকার; হংকং, চীন; ইন্দোনেশিয়া; জাপান; দক্ষিণ কোরিয়া; মালয়েশিয়া; মেক্সিকো; নিউজিল্যান্ড; পাপুয়া নিউ গিনি; পেরু; ফিলিপাইনগণ; রাশিয়ান ফেডারেশন; সিঙ্গাপুর; চাইনিজ তাইপেই; থাইল্যান্ড; মার্কিন যুক্তরাষ্ট্র; এবং ভিয়েতনাম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions