Who is known as the 'Parrot of India' (Tuti-e-Hind) and is regarded as the father of Qawwali and Urdu literature during the Sultanate period?
A Amir Khusrau
B Minhaj-us-Siraj
C Ziauddin Barani
D Ibn Battuta
Solution
Correct Answer: Option A
- আমির খসরু ছিলেন সুলতানি যুগের একজন প্রখ্যাত সুফি কবি, সঙ্গীতজ্ঞ ও পণ্ডিত।
- তাঁর সুমধুর কণ্ঠ ও পাণ্ডিত্যের জন্য তাঁকে 'তুত-ই-হিন্দ' বা 'ভারতের তোতা পাখি' বলা হয়।
- তিনি কাওয়ালি সঙ্গীতের প্রবর্তক এবং উর্দু সাহিত্যের অন্যতম জনক হিসেবে বিবেচিত হন।
- ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে 'খেয়াল' প্রবর্তনে এবং সেতার ও তবলা বাদ্যযন্ত্রের উদ্ভাবনে তাঁর বিশেষ অবদান রয়েছে।