ভিত্তিরেখা থেকে উপকূল পর্যন্ত অঞ্চলকে বলা হয়-
Solution
Correct Answer: Option A
- আঞ্চলিক সমু্দ্রের ভিত্তিরেখা থেকে স্থলভাগ পর্যন্ত যে জলরাশি তা উপকূলবর্তী রাষ্ট্রের অভ্যন্তরীণ জলরাশি।
- একটি দেশ তার উপকূল থেকে ১২ নটিক্যাল মাইলের মধ্যে নিয়ন্ত্রণের অধিকার রাখে।
- তবে দেশটি তার কাস্টম, অভিবাসন, আর্থিক ও স্বাস্থ্য নিরাপত্তাগত আইন লংঘনের ক্ষেত্রে সংলগ্ন ২৪ নটিক্যাল মাইল পর্যন্ত অংশে লংঘনকারীকে শাস্তি দিতে পারে।
- সব দেশ তার একান্ত অর্থনৈতিক এলাকার (ইইজেড) সব অর্থনৈতিক সম্পদের অধিকারী যা তার উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) পর্যন্ত বিস্তৃত।