ম্যাকাইন্ডার বিশ্বদ্বীপ বলতে কোন অঞ্চলকে বুঝিয়েছেন?
Solution
Correct Answer: Option B
- স্যার হ্যালফোর্ড ম্যাকাইন্ডার একজন বিখ্যাত ব্রিটিশ ভূ-রাজনৈতিক তাত্ত্বিক ছিলেন, যিনি তার "হিয়ার্টল্যান্ড থিওরি" (Heartland Theory) এর মাধ্যমে ভূ-রাজনীতি বিষয়ে বিশেষ অবদান রেখেছেন।
- ম্যাকাইন্ডারের মতে, "যে পূর্ব ইউরোপ শাসন করবে, সে হ্রদভূমি নিয়ন্ত্রণ করবে; যে হ্রদভূমি নিয়ন্ত্রণ করবে, সে পুরো বিশ্বদ্বীপ করবে, যে বিশ্বদ্বীপ শাসন করবে, সে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে"