‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ কী?

A বোকা

B অনভিজ্ঞ

C অপদার্থ

D মূর্খ

Solution

Correct Answer: Option B

- ‘কেবলা হাকিম’ বাগধারাটির আক্ষরিক অর্থ হলো অনভিজ্ঞ বা কাঁচা লোক।

- এই বাগধারাটি দ্বারা এমন একজন ব্যক্তিকে বোঝানো হয় যার কোনো বিষয়ে যথেষ্ট জ্ঞান বা কাজের অভিজ্ঞতা নেই।

- বাংলা ভাষায় আরও কিছু সমার্থক বাগধারা রয়েছে, যেমন— ‘আমড়া কাঠের ঢেঁকি’ বা ‘আনাড়ি’।

- অন্যদিকে, অপদার্থ বা হেয় ব্যক্তিকে বোঝাতে ‘আস্তাকুঁড়ের পাতা’ বাগধারাটি ব্যবহৃত হয়।

- আবার, নির্বোধ বা অযোগ্য বিচারককে ব্যঙ্গ করে ‘ঘটিরাম’ বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions