Solution
Correct Answer: Option A
- ‘শ্রবণ’ একটি কৃদন্ত পদ (ধাতু থেকে উৎপন্ন)।
- এর মূল ধাতু হলো সংস্কৃত ‘√শ্রু’ (যার অর্থ শোনা)। এর সাথে ‘অন’ (অনট) প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে।
- বিশ্লেষণ: √শ্রু + অন = শ্রবণ। (নিয়ম অনুযায়ী ধাতুর ঋ-কার থাকলে এবং পরে ‘অন’ থাকলে ঋ-এর স্থলে ‘অর’ বা ‘অব’ উচ্চারিত হয়, যা ‘শ্রবণ’ গঠনে সহায়তা করে)।