Solution
Correct Answer: Option C
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত ,জাত, বিরত ,আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে।
- কোথা থেকে, কি হতে, কিসের হতে দিয়ে প্রশ্নের উত্তরে অথবা ভয়, ভিতী শঙ্কা প্রকাশ পেলে অপাদান কারক হয় বাক্যটিতে ভয় প্রকাশ পেয়েছে তাই এটি অপাদান কারক।
- বাবা+কে হওয়ায় এখানে অপাদানে ২য়া বিভক্তি।