'অবিরাম যাত্রার চির সংঘর্ষে, একদিন সে- পাহাড় টলবেই '। কবিতাংশটি কার রচনা?
Solution
Correct Answer: Option A
- 'অবিরাম যাত্রার চির সংঘর্ষে, একদিন সে- পাহাড় টলবেই '। কবিতাংশটি সিকান্দার আবু জাফর রচিত 'সংগ্রাম চলবেই' নামক কবিতা থেকে নেওয়া।
- সিকান্দার আবু জাফর একজন কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক ছিলেন।
তাঁর রচিত নাটকঃ
- সিরাজউদ্দৌলা,
- মাকড়সা,
- শকুন্ত উপাখ্যান,
- মহাকবি আলাওল ইত্যাদি।
তাঁর রচিত কবিতাঃ
- প্রসন্ন প্রহর,
- তিমিরান্তক,
- বৃশ্চিকলগ্ন,
- সংগ্রাম চলবেই,
- বৈরীবৃষ্টিতে,
- মানা ইত্যাদি।
তাঁর রচিত উপন্যাসঃ
- মাটি আর অশ্রু,
- জয়ের পথে,
- পূরবী,
- নবী কাহিনী,
- নতুন সকাল ইত্যাদি।