MENA কোন দেশের সংবাদ সংস্থা?

A সিরিয়া

B ইরান

C লিবিয়া

D মিশর

Solution

Correct Answer: Option D

- MENA হলো Middle East News Agency বা মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা।
- এটি মিশরের একটি সরকারি সংবাদ সংস্থা।
- MENA 1955 সালের 15 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এটি মিশরের সরকারের মালিকানাধীন এবং কায়রোতে অবস্থিত।
- MENA আরবি, ইংরেজি ও ফরাসি ভাষায় সংবাদ প্রচার করে।
- MENA রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন করে।
- এর প্রধান কার্যালয় কায়রোতে অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions