২% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা অপেক্ষা ৩% হার মুনাফায় ঐ টাকার তিন বছরের মুনাফা কত বেশি হবে?
A ১ টাকা
B ২টাকা
C ৩টাকা
D ৪টাকা
Solution
Correct Answer: Option C
২% হারে, প্রথম মুনাফা = (মুনাফার হার × আসল × সময়)/১০০
= (২ × ১০০ × ৩)/১০০
= ৬ টাকা
৩% হারে, দ্বিতীয় মুনাফা = (মুনাফার হার × আসল × সময়)/১০০
= (৩ × ১০০ × ৩)/১০০
= ৯ টাকা
∴ পার্থক্য = ৯ - ৬ = ৩ টাকা