Solution
Correct Answer: Option B
'আমাদের ছোট নদী' কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এ কবিতার বিখ্যাত দুটি চরণ— 'আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে' । তাঁর রচিত আরও কয়েকটি কবিতা- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নির্ঝরের স্বপ্নভঙ্গ, দুই বিঘা জমি, সোনার তরী, সবুজের অভিযান। জসীমউদ্দীন রচিত বিখ্যাত কবিতা 'কবর'। 'জননী'নামে পৃথক দুটি উপন্যাস রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায় ও শওকত ওসমান।