[ Fill in the blanks ]
Country X will never stabilize its economy if it dose not _ its disastrous inflationary spending practices .
A exacerbate
B curtail
C strengthen
D maximize
Solution
Correct Answer: Option B
দেশের অর্থনীতির স্থিতিশীলতার সাথে আর্থিক বা রাজস্ব নীতির গভীর মিল রয়েছে । অর্থনীতিকে স্থিতিশীল করতে চাইলে ব্যয় কমাতে হয় । যাকে অর্থনীতির ভাষায় বলা হয় inflationary spending practices . তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই ব্যয় কমাতে হবে । অর্থাৎ ব্যয় curtail করতে হবে । উল্লেখ্য, exacerbate অর্থ উত্তেজিত করা । strengthen শক্তিশালী হওয়া বা করে তোলা ।
বাক্যের অর্থঃ X দেশটি তার বিপর্যয়কর মূল্যস্ফীতিজনিত ব্যয় না কমালে তার অর্থনীতিতে কখনো স্থিতিশীলতা আসবে না ।