Solution
Correct Answer: Option A
- মার্কিন প্রযুক্তি কোম্পানি OpenAI-এর চ্যাটবট হলো চ্যাটজিপিটি (ChatGPT) যার প্রতিষ্ঠাতা হিসেবে স্যাম অল্টম্যান (Sam Altman) পরিচিত।
- স্যাম অল্টম্যান ২০১৫ সালে ইলন মাস্ক, গ্রেগ ব্রকম্যান এবং অন্যদের সাথে নিয়ে সান ফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা 'OpenAI' প্রতিষ্ঠা করেন।
- তিনি ২০১৯ সাল পর্যন্ত 'Y Combinator' নামক এক্সিলারেটরের প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে তিনি OpenAI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে কর্মরত আছেন।
- ২০২৩ সালের নভেম্বরে বোর্ডের সিদ্ধান্তে তাকে সাময়িকভাবে পদচ্যুত করা হলেও কর্মীদের তীব্র প্রতিবাদের মুখে পুনরায় তাকে স্বপদে বহাল করা হয়।
- চ্যাটজিপিটি (ChatGPT) হলো একটি জেনারেটিভ প্রি-ট্রেইন্ড ট্রান্সফরমার যা ২০২২ সালের ৩০ নভেম্বরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।