GSM এর পূর্ণরূপ কী?

A Global System for Mobile Telecommunication

B Global System for Management

C Global System for Mobile Communication

D General System for Mobile Mangement

Solution

Correct Answer: Option C

- GSM এর পূর্ণরূপ হলো Global System for Mobile Communication
- এটি একটি আন্তর্জাতিক মান বা স্ট্যান্ডার্ড যা ডিজিটাল মোবাইল নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়।
- এই প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রিকোয়েন্সি হপিং সুবিধা, যেখানে সিগন্যালের সমস্যা দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয়ে যায়।
- জিএসএম (GSM) ব্যবহারকারীদের জন্য GPRS (General Packet Radio Service) এবং EDGE (Enhanced Data Rates for GSM Evolution) সুবিধা প্রদান করে।
- এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি নেটওয়ার্ক সাশ্রয়ী হয়, ফলে বাংলাদেশের মতো জনবহুল দেশগুলোতে মোবাইল কোম্পানিগুলো সাধারণত এই প্রযুক্তি ব্যবহার করে।
- বর্তমানে সারা বিশ্বের প্রায় ৮০ শতাংশেরও বেশি মোবাইল নেটওয়ার্ক জিএসএম প্রযুক্তিতে চলে।
- অপরদিকে, CDMA (Code Division Multiple Access) প্রযুক্তিতে ডাটা ট্রান্সমিশন রেট বেশি হলেও এটি অত্যন্ত কভারেজ-সীমাবদ্ধ, বাংলাদেশে সিটিসেল এটি ব্যবহার করত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions