Solution
Correct Answer: Option D
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
- এগুলো হলো: অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
- যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্য বা সংমিশ্রণ প্রয়োজন হয় না, তাদের মৌলিক স্বরধ্বনি বলা হয়।
- বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি থাকলেও, ধ্বনিবিজ্ঞান অনুসারে মৌলিক স্বরধ্বনি ৭টি হিসেবে গণ্য করা হয়।
- এই স্বরধ্বনিগুলোর মধ্যে ‘অ্যা’ ধ্বনির নির্দিষ্ট কোনো বর্ণ বাংলা বর্ণমালায় নেই, তবে উচ্চারণে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় (যেমন: দেখা, একা)।