খনার বচন কী সংক্রান্ত?

A ব্যবসায়

B কৃষি

C রাজনীতি

D শিল্প

Solution

Correct Answer: Option B

খনার বচন প্রধানত কৃষিভিত্তিক । খনার বচন ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয় । বৌদ্ধ সমাজে যেমন ডাকের বচনের উৎপত্তি হয়েছিল, তেমনি হিন্দু সমাজে খনার বচনের সৃষ্টি হয়েছিল । খনার বচনগুলির মাধ্যমে প্রধানত কৃষি, আবহাওয়া, সমাজের পরিচয় সম্পর্কে বহুবিদ ধারনা পাওয়া যায় ।
যেমনঃ
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions