‘নিরাময়’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
A নিঃ+আময়
B নির+ময়
C নিরা+ময়
D নির+আময়
Solution
Correct Answer: Option A
নিরাময় শব্দের সন্ধি-বিচ্ছেদ = নিঃ+আময়।
এই রকম আরও কিছু সন্ধি বিচ্ছেদ-
• নিরাকার = নিঃ+আকার
• নিরাপদ = নিঃ+আপদ
• নিরাশা = নিঃ+আশা
• নিরীহ = নিঃ+ঈহ
• স্বল্প = সু+অল্প
• ভুক্ত = √ভুজ্+ক্ত
• ব্যথাতুর = ব্যথা+আতুর