সনেটের প্রথম অংশকে কী বলে?

A অষ্টক

B ষষ্টক

C ষষ্ঠী

D ত্রিপদী

Solution

Correct Answer: Option A

- একটি মাত্র ভাব বা অনুভূতি যখন ১৪ অক্ষরের চতুর্দশ পঙ্ক্তিতে বিশেষ ছন্দরীতিতে প্রকাশ পায়, তাকেই সনেট বা চতুর্দশপদী কবিতা বলে।
- ইতালিয়ান শব্দ সনেট এর বাংলা অর্থ চতুর্দশপদী কবিতা। 

- সনেটের দুটি অংশ থাকে। যথা: অষ্টক (প্রথম ৮ চরণকে অষ্টক বলে) ও ষটক (শেষ ৬ চরণকে ষটক বলে)।

- বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তন করেন।
- সনেটের জনক - ইতালীয় কবি পেত্রার্ক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions