‘কল্লোল’ পত্রিকার প্রকাশসাল কত?

A ১৯২৩

B ১৯২২

C ১৯২৫

D ১৯২১

Solution

Correct Answer: Option A

- ১৯২৩ সালে আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে দীনেশরঞ্জন দাশের সম্পাদনায় কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়।
- ত্রিশের দশকে এ পত্রিকাকে ঘিরে তরুণ লেখকদের সম্মিলনে একটি স্বতন্ত্র সাহিত্যবলয় সৃষ্টি হয়।
- এদের মধ্যে অন্যতম পাঁচজন কবিকে একত্রে পঞ্চপাণ্ডব বলা হয়।
- এরা হলেন- বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত।
- পত্রিকাটি রবীন্দ্র-রোমান্টিক সাহিত্যের বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনায় বিশেষ ভূমিকা পালন করে।

আরও কিছু পত্রিকা
- প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পত্রিকা 'কালিকলম' (১৯২৬)।
- প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা 'সবুজপত্র' (১৯১৪)।
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'নবযুগ' (১৯৪১)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions