ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
A ইতালি
B গ্রীস
C তুরস্ক
D স্পেন
Solution
Correct Answer: Option C
তুরস্কের একটি কিংবদন্তি শহর 'ট্রয়' যাকে কেন্দ্র করে বিখ্যাত ট্রয়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ট্রয়ের তুর্কি নাম ত্রুভা- এর অবস্থান আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক স্থানে। অর্থাৎ আধুনিক হিসারলিকই সেই প্রাচীন ট্রয় নগরী।