'এ এক বিরাট সত্য' ---এ বাক্যে 'সত্য' কোন পদ?
Solution
Correct Answer: Option B
পদ প্রধানত দুই প্রকার । যথা সব্যয় পদ ও অব্যয় পদ । সব্যয় পদ চার প্রকার ।
যথাঃ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া ।
'এ এক বিরাট সত্য' -এ বাক্যে 'সত্য' বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হয়েছে ।