'ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে' তাকে এক কথায় বলেঃ

A অবিসংবাদী

B নির্ভাবনা

C অপরিণামদর্শী

D অবিমৃষ্যকারী

Solution

Correct Answer: Option D

নিচের এককথায় প্রকাশগুলো প্রায় পরীক্ষায় আসে, একবার চোখ বুলাই নিবেনঃ 
অবিমৃষ্যকারী : যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে
- অবিসংবাদী : যে বিষয়ে কোনো বিতর্ক নেই।
- দশ চক্রে ভগবান ভূত : দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
- বাঘের চামড়া : কৃত্তি
- যে ব্যক্তির দুহাত সমানে চলে : সব্যসাচী
- যা বিনা যত্নে উৎপন্ন হিয়েছে : অযত্নসম্ভূত
- রাজহাসের ডাক :  ক্রেকার
- দুইয়ের মধ্যে একটি :  অন্যতর
- যার বসন আলগা : অসংবৃত

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions