'মতৈক্য' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
A মত+এক
B মত+ঐক্য
C মত+এক
D মতঃ+ঐক
Solution
Correct Answer: Option B
- তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ- কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ- কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
- যেমন: মত+ঐক্য (অ+ঐ = ঐ) = মতৈক্য; রাজ+ঐশ্বর্য = রাজৈশ্বর্য।