'সোনার তরী' 'বিষের বাশি' 'নকশীকাথার মাঠ' এ গুলো কোন শ্রেণির বিশেষ্য ?

A সংজ্ঞাবাচক

B গুনবাচক

C বস্তুবাচক

D ভাববাচক

Solution

Correct Answer: Option A

- যেসব বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট স্থান, নদী, পর্বত, সমুদ্র, প্রসিদ্ধ গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়।
যেমন: ঢাকা, পদ্মা, গঙ্গা, তাজমহল , 'সোনার তরী' 'বিষের বাশি' 'নকশীকাথার মাঠ' ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions