'ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে/হেথা নয়, অন্য কথা, অন্য কথা, অন্য কোনখানে ' কবিতাংশটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ?
A স্বপ্ন
B উদ্বোধন
C বলাকা
D পৃথিবী
Solution
Correct Answer: Option C
- কবিতাংশটি রবীন্দ্রনাথের 'বলাকা' কবিতার।
- ফরাসি দার্শনিক বার্গস-র তত্ত্ব প্রয়োগ করে রবীন্দ্রনাথ ঠাকুর 'বলাকা' (১৯১৬) কাব্য রচনা করেন।
- এ কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে। এ কাব্যে মোট ৪৫টি কবিতা রয়েছে।
- এরমধ্যে প্রথম ১০টি কবিতা সমপক্তিক ছন্দে, ১টি সনেট এবং অবশিষ্ট ৩৪টি বিষম ছন্দে রচিত, যা ‘বলাকার ছন্দ' নামে পরিচিত।
- তবে এগুলো মুক্তক ছন্দ নামেও পরিচিত। কাব্যটি তিনি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করেন।