'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়' বাক্যটি গঠন অনুসারে ----
A যৌগিক বাক্য
B সরল বাক্য
C জটিল বাক্য
D আশ্রিত বাক্য
Solution
Correct Answer: Option C
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরষ্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে ।
যেমনঃ আশ্রিত বাক্য (যেখানে বাঘের ভয়) এবং প্রধান খণ্ডবাক্য (সেখানেই সন্ধ্যা হয়) ।