গণতন্ত্র, জনকল্যাণ ও পুজিবাদ -এ তিনের সমন্বয়ে গড়া কল্যাণ রাষ্টের ধারণার প্রবক্তা কে?
A টি এইচ মার্শাল
B জন মিল
C ম্যালকম রিজ
D এডাম স্মিথ
Solution
Correct Answer: Option A
- ইংরেজ সমাজবিজ্ঞানী টি.এইচ. মার্শাল কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার একজন মহান সমর্থক ছিলেন এবং আধুনিক দেশগুলিতে এর ব্যবহারের পক্ষে যুক্তি দিয়েছিলেন।
- মার্শাল আধুনিক কল্যাণ রাষ্ট্রকে গণতন্ত্র, কল্যাণ এবং পুঁজিবাদের মিশ্রণ হিসাবে বর্ণনা করেছেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থনীতি পুনর্গঠিত হওয়ার পর এই আন্দোলন ইউরোপে আকর্ষণ লাভ করে।