আত্মজীবনীমূলক বই'Beyond the lines' এর রচয়িতা কে?
Solution
Correct Answer: Option D
- "Beyond the Lines" হল একটি আত্মজীবনীমূলক বই যার রচয়িতা হলেন কুলদিপ নায়ার।
- কুলদিপ নায়ার (1923-2018) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় সাংবাদিক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক।
- তিনি ভারতীয় সাংবাদিকতার জগতে একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ।
- "Beyond the Lines" বইটি 2012 সালে প্রকাশিত হয় এবং এটি তাঁর জীবনের অভিজ্ঞতা এবং ভারতীয় রাজনীতি ও সমাজের উপর তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরে।