Solution
Correct Answer: Option D
- বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। বাংলাএকাডেমী অভিধান অনুসারে 'লাঙ্গল' এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়নি, তাই এটি প্রাতিপদিক।
- যেমন— লাঙ্গল, হাত, বই, ইত্যাদি।
আর, এইগুলো বিভক্তিযুক্তঃ
- জায়া ও পতি = দম্পতি(দ্বন্দ্ব সমাস);
- √লিখ্+অ+আ=লেখা(প্রত্যয়);
- √সাধি+ত(ক্ত)=সাধিত(প্রত্যয়)।