সংসদ ভবনের স্থপতি কে?

A লুই আইকান

B মাজহারুল হক

C নভেদা আহমেদ

D এফ, আর খান

Solution

Correct Answer: Option A

- সংসদ ভবনের স্থপতি লুই আইকান যুক্তরাষ্ট্রের নাগরিক ।
- ১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আই কান তার পিতামাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন ।
- তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলয় বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ।
- জাতীয় সংসদ ভবনের নকশায় তিনি সূর্যের আলো এবং বৃষ্টির প্রতিরোধকে বিবেচনা করেন অত্যন্ত গুরুত্বের সাথে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions