কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

A বাক্ + দান = বাগদান

B উৎ + ছেদ = উচ্ছেদ

C পর + পর  = পরস্পর

D সম্ + সার = সংসার

Solution

Correct Answer: Option C

- নিয়মানুযায়ী শুদ্ধ নয় কিন্তু বিশেষ কারণে নিয়ম ভেঙে যা শুদ্ধ ঘোষণা করা হয়, সেটিই নিপাতনে সিদ্ধ। কতগুলো ব্যঞ্জনসন্ধি নিপাতনে সিদ্ধ হয়। যেমন:
- পর+পর = পরস্পর,
- আ+চর্য = আশ্চর্য,
- তৎ+কর = তস্কর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions