টাকায় ৮ টি খেজুর ক্রয় করে ৬০ শতাংশ লাভ করতে হলে কী দরে বিক্রয় করতে হবে?

A টাকায় ৬ টি

B টাকায় ৫ টি

C টাকায় ৯ টি

D টাকায় ২৪ টি

Solution

Correct Answer: Option B

৬০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৬০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (১৬০/১০০) টাকা
                                          = ৮/৫ টাকা

এখন, ৮/৫ টাকায় বিক্রি করতে হবে ৮ টি
∴        ১   টাকায় বিক্রি করতে হবে = (৮ × ৫)/৮ টি
                                          = ৫ টি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions