৪ টাকায় ৫ টি করে কিনে ৫ টাকায় ৫ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
A ২৫%
B ৪৮.৫০%
C ৫২.৭৫%
D ৫৬.২৫%
Solution
Correct Answer: Option A
৫টির ক্রয়মূল্য = ৪ টাকা
৫টির বিক্রয়মূল্য = ৫ টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৫ - ৪ = ১ টাকা
শতকরা লাভ = (লাভ ÷ ক্রয়মূল্য) × ১০০
= (১ ÷ ৪) × ১০০
= ০.২৫ × ১০০
= ২৫%
সুতরাং, শতকরা ২৫% লাভ হবে।