Solution
Correct Answer: Option C
- উপর্যুক্ত শব্দটির গঠনরূপ এ রকম : [উপরি+উক্ত = উপর্যুক্ত]।
- তবে অভিন্ন অর্থে উপরোক্ত শব্দটিও প্রচলিত আছে।
- অভিধানে শব্দটিকে অশুদ্ধ কিন্তু প্রচলিত বলে উল্লেখ করা হয়েছে।
- অন্যদিকে উপরি ও উক্ত শব্দদ্বয় সন্ধি না করে পাশাপাশি বসিয়ে উপরিউক্ত হিসেবেও অনেকে ব্যবহার করেন।