'অন্ধবধু' কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথাা উল্লেখ আছে? 

A কাক

B চোখ গেল

C কোকিল

D শালিক

Solution

Correct Answer: Option B

- অন্ধবধু কবিতার লেখক যতীন্দ্রমোহন বাগচী।
- যতীন্ত্রমোহন বাগচীর জন্ম ১৮৭৮ খ্রিষ্টাব্দের ২৭ নভেম্বর নদীয়া জেলার জামশেরপুর গ্রামে।
- পল্লী-প্রীতি যতীন্দ্রমোহন বাগচীর কবিমানসের একটা প্রধান বৈশিষ্ট্য।
- ১লা ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর কাব্যগ্রন্থ সমূহ :
- লেখা (১৯০৬),
- রেখা (১৯১০),
- অপরাজিতা (১৯১৫),
- নাগকেশর (১৯১৭),
- বন্ধুর দান (১৯১৮),
- জাগরণী (১৯২২),
- নীহারিকা (১৯২৭) ও
- মহাভারতী (১৯৩৬)।

তার কবিতা সমূহ:
- কাজলা দিদি
- অন্ধবধু ।

অন্ধবধু কবিতার লাইন-

‘চোখ গেল’ ওই চেঁচিয়ে হল সারা।

আচ্ছা দিদি, কী করবে ভাই তারা-

জন্ম লাগি গিয়েছে যার চোখ!

কাঁদার সুখ যে বারণ তাহার – ছাই!

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions