টি -২০ বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন দেশ কোনটি?

A ভারত

B নিউজিল্যান্ড

C ওয়েস্ট ইন্ডিজ

D সাউথ আফ্রিকা

Solution

Correct Answer: Option A

- টি-২০ বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন ভারত
- ভারত দ্বিতীয় বার টি-২০ বিশ্বকাপ জিতেছে।
- ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়।

টি-২০ বিশ্বকাপ ২০২৪
• আয়োজনে : নবম
• সময়কাল : ১-২৯ জুন ২০২৪
• স্বাগতিক : যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
• ভেন্যু: ৯টি
• অংশগ্রহণকারী দল : ২০টি
• ম্যাচ : ৫৫টি
• খেলার ফরম্যাট : গ্রুপ পর্ব, সুপার ৮ ও নকআউট
• উদ্বোধনী ম্যাচ : যুক্তরাষ্ট্র-কানাডা (গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, টেক্সাস, যুক্তরাষ্ট্র)
• ফাইনাল ম্যাচ : কিংস্টন ওভাল, ব্রাইড টাউন, বার্বাডোস।

বিশ্বকাপের ২০ দল
- আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
- ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে শীর্ষ ৮ দল ও ১৪ নভেম্বর ২০২২ আইসিসির র‍্যাংকিং তালিকার আরও দুটি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে।
- এছাড়া আইসিসির আঞ্চলিক বাছাইপর্ব থেকে বাকি আট দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়।
- মূলপর্বে উত্তীর্ণ ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, যেখানে প্রতি গ্রুপে পাঁচটি করে দল ।
- A : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র
- B : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান
- C: ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি; আফগানিস্তান ও উগান্ডা
- D : দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল ।
- প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ৮ পর্বে উন্নীত হবে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions