”একাত্তরের চিঠি” কোন জাতীয় রচনা?
A মুক্তিযুদ্ধের বিবরণ
B মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস
C মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প
D মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
Solution
Correct Answer: Option D
- একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮২ টি চিঠির একটি সংকলন।
- দৈনিক প্রথম আলো ও গ্রামীনফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথম প্রকাশিত হয় চৈত্র ১৪১৫, মার্চ ২০০৯ এ।
- এটি প্রকাশিত হয় প্রথমা প্রকাশন থেকে।
- এই সংকলনের সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন আমীন আহম্মেদ চৌধুরী, রশীদ হায়দার, সেলিনা হোসেন, নাসির উদ্দীন ইউসুফ।