”অনল প্রবাহ” কে লিখেছেন?

A এয়াকুব আলী চৌধুরী

B বন্দে আলী মিয়া

C কায়কোবাদ

D সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

Solution

Correct Answer: Option D

ইসমাইল হোসেন সিরাজী একজন লেখক ও কৃষক নেতা। তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন, এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন । 

তাঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ
- অনল প্রবাহ (১৯০০),
- আকাঙ্ক্ষা (১৯০৬),
- উচ্ছ্বাস (১৯০৭),
- সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬),
- প্রেমাঞ্জলি (১৯১৬),
- উদ্বোধন (১৯০৭),
- নব উদ্দীপনা (১৯০৭),
- স্পেন বিজয় কাব্য (১৯১৪)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions