”বাংলার মাটি, বাংলার জল” কবিতা কার রচনা
A অতুল প্রসাদ সেন
B দ্বিজেন্দ্রলাল রায়
C রবীন্দ্রনাথ ঠাকুর
D কাজী নজরুল ইসলাম
Solution
Correct Answer: Option C
- 'বাংলার মাটি বাংলার জল' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা দেশাত্মবোধক গান।
- এটি ১৯০৫ সালে রচিত হয়েছিল।
- এটি বাংলায় "বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলন"কে সমর্থন করে লেখা হয়েছিল।
- বঙ্গভঙ্গের (১৯০৫) প্রতিবাদ করে হিন্দু ও মুসলিম বাঙালিদের পুনর্মিলন করতে ১৯০৫ সালের ১৬ অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর "রাখী বন্ধন উৎসব" শুরু করেছিলেন এবং সেই দিন এই গানটি ছিল আন্দোলনের মূলমন্ত্র।
- গানটির স্বরলিপি দিয়েছেন ইন্দিরা দেবী চৌধুরানী।