Solution
Correct Answer: Option C
- "In spite of everything" মানে হল "সব কিছু সত্ত্বেও"। অর্থাৎ, জীবনে অনেক সমস্যা, দুঃখ বা কষ্ট থাকা সত্ত্বেও জীবন মূল্যবান।
- "Eating", "singing", "dancing" এগুলো জীবনের কিছু কাজ বা কার্যকলাপ। কিন্তু জীবনের মূল্য নির্ধারণ করে না।
- "Living" শব্দটি সবচেয়ে উপযুক্ত কারণ এটি জীবনের মূল অর্থকে বোঝায়। অর্থাৎ, জীবনযাপন করা, বাঁচা।
- সঠিক বাক্যঃ In spite of everything life is worth living.