মুনাফা ১২% থেকে হ্রাস পেয়ে ৮% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৫০০ টাকা হ্রাস পাবে?
Solution
Correct Answer: Option B
ধরি,
আসল = P
১০০ টাকায় ১ বছরে আয় কমে = (১২ - ৮)% = ৪%
মুনাফার হার, r = ৪% = ৪/১০০
সময়, n = ১ বছর
আমরা জানি,
I = Pnr
বা, P = I/nr
বা, P = (৫০০ × ১০০)/(৪ × ১)
∴ P = ১২৫০০
∴ আসল = ১২৫০০ টাকা।