'সুশিক্ষিত লোক মাত্রই স্ব শিক্ষিত'- এটি কোন ধরনের বাক্য?

A সরল

B জটিল

C যৌগিক

D মিশ্র

Solution

Correct Answer: Option A

সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে এবং অন্য কোন বাক্যের সাথে যুক্ত কিংবা সম্পর্কিত থাকবে না।
যেমনঃ
- শাহেদ খুব ভালো ছেলে।
- বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র
- জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।
- সুশিক্ষিত লোক মাত্রই স্ব শিক্ষিত

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions