'সন্ধ্যা' শব্দের বিশেষণ নির্দেশ করুন।

A সাঁঝ

B সন্ধা

C সন্দা

D সান্ধ্য

Solution

Correct Answer: Option D

- বাক্যে ব্যবহৃত যে প্রকার পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে, তাকেই বিশেষণ বলে।  

- এই 'সান্ধ্য ' এর সাথে গুরুত্বপূর্ণ একটি তথ্য মনে রাখা যায়- 
- চর্যাপদ সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত।
- যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থও একাধিক অর্থাৎ আলো-আঁধারের মত, সে ভাষাকে পন্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন৷

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions