• খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
- যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম,
স, সা, সু, হা।
- 'সজাগ' শব্দের স-উপসর্গ । “স” উপসর্গটি – সঙ্গে অর্থে ব্যবহৃত হয়।
- যেমন: সরাজ, সরব, সঠিক, সজোর, সপাট ইত্যাদি। তাই “স” উপসর্গটি বাংলা ভাষার।