মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয় কত জনকে-

A ৯ জনকে

B ৭ জনকে

C ৮ জনকে

D ১০ জনকে

Solution

Correct Answer: Option B

১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য স্বীকৃতিস্বরূপ ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব ভূষিত করেন ।
✔ এদের মধ্যে সেনাবাহিনী ৩ জন- সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল,সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ।
✔ বিমান বাহিনী ১ জন -ফ্লাইট লেঃ মতিউর রহমান ।
✔ ইপিয়ার ২ জন- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, আব্দুর রুউফ ।
✔ নৌবাহিনী ১ জন - স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions